আমাদের লক্ষ্য হলো প্রযুক্তি ও দক্ষতা বিকাশের মাধ্যমে মানুষের জীবনকে সহজ, কার্যকর ও স্বনির্ভর করা। যেমন.....
✅ ডিজিটাল মার্কেটিং ও আইটি সেবা: সকল প্রকার ডিজিটাল মার্কেটিং, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, এবং আইটি সাপোর্ট সেবা প্রদান করে ব্যক্তি ও প্রতিষ্ঠানের অনলাইন উপস্থিতি ও ব্যবসায়িক প্রসারে সহায়তা করি।
✅ প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন: অনলাইন ও অফলাইন প্রশিক্ষণের মাধ্যমে ফ্রিল্যান্সার, উদ্যোক্তা ও পেশাজীবীদের জন্য বাস্তবভিত্তিক দক্ষতা গড়ে তুলি।
✅ কর্মসংস্থান সৃষ্টি: আমাদের মাইক্রো-জব প্ল্যাটফর্ম (RikJob.com) নতুনদের জন্য সহজ ও নিরাপদ উপায়ে উপার্জনের সুযোগ তৈরি করে।
✅ ই-কমার্স ও ডিজিটাল ব্যবসার প্রসার: আমাদের ই-কমার্স প্ল্যাটফর্ম উদ্যোক্তাদের জন্য আধুনিক অনলাইন মার্কেটপ্লেস হিসেবে কাজ করছে, যা ডিজিটাল অর্থনীতি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
আমাদের লক্ষ্য হলো প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে একটি আত্মনির্ভর ও দক্ষ সমাজ গড়ে তোলা, যেখানে প্রতিটি ব্যক্তি তার প্রতিভার সর্বোচ্চ ব্যবহার করে উন্নতি করতে পারে।
আমরা একটি প্রযুক্তিনির্ভর দক্ষ এবং আত্মনির্ভরশীল ডিজিটাল সমাজ গড়ে তুলতে চাই, যেখানে....
✨ প্রত্যেক ব্যক্তি তার দক্ষতা কাজে লাগিয়ে ক্যারিয়ার গড়তে পারবে।
✨ প্রশিক্ষণের মাধ্যমে নতুন উদ্যোক্তা ও ফ্রিল্যান্সার তৈরি হবে।
✨ মাইক্রো-জব প্ল্যাটফর্মের মাধ্যমে যে কেউ শুরু থেকেই উপার্জন করতে পারবে।
✨ ডিজিটাল মার্কেটিং ও আইটি সেবার মাধ্যমে ব্যবসায়ীরা তাদের ব্র্যান্ডকে বিশ্বমানের করতে পারবে।
✨ প্রযুক্তির সহায়তায় অনলাইন ও অফলাইন শিক্ষাকে আরও সহজ ও কার্যকর করা হবে।
আমরা বিশ্বাস করি, সঠিক দক্ষতা, সঠিক প্ল্যাটফর্ম এবং সঠিক দিকনির্দেশনা এই তিনটি উপাদানই মানুষের সাফল্যের চাবিকাঠি। তাই, রিক-এর লক্ষ্য হলো একটি সুসংগঠিত ডিজিটাল ইকোসিস্টেম তৈরি করা, যেখানে মানুষ দক্ষতা অর্জন করবে, ক্যারিয়ার গড়বে এবং আত্মনির্ভরশীল হবে।
আমরা কেবল একটি প্রতিষ্ঠান নই; আমরা একটি স্বপ্নের নাম, যা লক্ষাধিক মানুষের জীবন পরিবর্তনের জন্য কাজ করে যাচ্ছে!
Offering confined entrance no. Nay rapturous him see something residence. Highly talked do so vulgar. Her use behaved spirits and natural attempt say feeling. Exquisite mr incommode immediate he something ourselves it of. Law conduct yet chiefly beloved examine village proceed.
While mirth large of on front. Ye he greater related adapted proceed entered an.
We utilizes creative and customized methods that tailor our work to the client environment to maximize results.
Find out when where business needs to go and how to get there – real progress is made.
We deliver business results via hands-on execution and leading teams through complex change.
We provide valuable guidance and support in the development, and you run a successful business.
Get in your inbox the latest News and Offers from